ঢাকা পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষ

ওয়াসা ভবন, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ
কাওরান বাজার, ঢাকা-১২১৫.

ঢাকা ওয়াসা হটলাইনঃ
১৬১৬২
Total Browser: 1
Today Browser: 0

ঠিকাদার তালিকাভুক্তি, নবায়ন ও লাইসেন্স আপগ্রেড করনের নিয়মাবলীঃ

  • শুধুমাত্র নির্ধারিত অনলাইন ফরমে আবেদনের ভিত্তিতেই তালিকাভুক্তি, নবায়ন ও লাইসেন্স আপগ্রেডের অনুমতি প্রদান করা হবে।
  • আবেদনের জন্য প্রথমেই রেজিস্ট্রেশন সম্পন্ন করুন। রেজিস্ট্রেশনের জন্য আবেদন মেনুতে প্রবেশ করুন এবং তালিকাভুক্তি, নবায়ন ও লাইসেন্স আপগ্রেডের যেকোন একটি সিলেক্ট করুন।
  • আবেদনের জন্য শুধুমাত্র ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ট্রেড লাইসেন্স ভুক্ত হতে হবে।
  • আবেদনের জন্য ফরমের নির্ধারিত স্থানে আবেদনকারীকে ৩০০ Pixel দৈর্ঘ্য ও ৩০০ Pixel প্রস্থ এবং ফাইল সাইজে ১০০ KB এর বেশি নয় এরূপ মাপের সদ্য তোলা রঙ্গিন ছবি স্ক্যান করে JPG Format -এ আপলোড করতে হবে।
  • আবেদনকারীর স্বাক্ষর ৩০০ Pixel দৈর্ঘ্য ও ৮০ Pixel প্রস্থ এবং ফাইল সাইজ ৬০ KB এর বেশী নয় এমন স্বাক্ষর স্ক্যান করে -JPG Format-এ নির্ধারিত স্থানে আপলোড করতে হবে।
  • ৩০০ টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্পে ঢাকা ওয়াসার শর্ত মোতাবেক এগ্রিমেন্ট প্রদান করতে হবে।
  • নির্ধারিত ডকুমেন্টসহ আবেদন করার পর আবেদনকারীকে অটো জেনারেটেড ট্রাকিং নাম্বার এসএমএস এর মাধ্যমে প্রদান করা হবে। উক্ত ট্রাকিং নাম্বার ব্যবহার করে অনলাইন সিস্টেমে ১০০০ (এক হাজার) টাকা আবেদন ফি জমাকালে আবেদন পত্রটি ঢাকা ওয়াসায় জমা হবে।