ঢাকা পানি সরবরাহ ও পয়ঃনিস্কাশন কর্তৃপক্ষ
কমন সার্ভিস বিভাগ
ওয়াসা ভবন, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরানবাজার, ঢাকা-১২১৫

নম্বরঃ ৪৬.০৫.০০০০.২০৩.৩৪.০০৪.২২.১০২৬ |
তারিখঃ ২১ মাঘ ১৪৩১ ০৩-০২-২০২৫ |
অফিস আদেশ
ঢাকা ওয়াসার কর্মচারী বাসা বরাদ্দ কমিটির সুপারিশের ভিত্তিতে ব্যবস্থাপনা পরিচালক মহোদয়ের অনুমোদনক্রমে কর্মচারীদের জন্য নির্মিত খালি কোয়ার্টারসমূহ নিম্নবর্ণিত ছক ও শর্ত অনুযায়ী সাময়িকভাবে বরাদ্দ দেয়া হলো।
ক্রমিক নং | আবেদনকারীর নাম,পদবী ও বিভাগ | বরাদ্দকৃত কোয়ার্টার |
---|---|---|
1 |
মোঃ আসাদুজ্জামান |
মডস জোন ২, বক্সিবাজার, বক্সিবাজার ওভারহেড ট্যাংক টিনশেড কম্পাউন্ড, স্টাফ, বক্সিবাজার ওভারহেড ট্যাংক কম্পাউন্ড, 03 |
2 |
মোঃ মজিবর রহমান |
মডস জোন ৬, ফকিরাপুল, ফকিরাপুল পানির ট্যাংক টিনশেড স্টাফ কোয়ার্টার, স্টাফ, ফকিরাপুল পানির ট্যাংক টিনশেড স্টাফ কোয়ার্টার, 104 |
3 |
মোঃ লেবু শেখ |
মডস জোন ৪, শেওড়াপাড়া, শেওড়া পাড়া ওয়াসা স্টাফ কোয়ার্টার কম্পাউন্ড, স্টাফ, শেওড়া পাড়া টিনশেড স্টাফ কোয়ার্টার, 103 |
4 |
শাকিল আহমেদ |
মডস জোন ৪, দুয়ারীপাড়া, দুয়ারীপাড়া কোয়ার্টার কম্পাউন্ড, স্টাফ, জবা (সি-৫), 403 |
5 |
মোঃ আমিনুল ইসলাম |
মডস জোন ৪, দুয়ারীপাড়া, দুয়ারীপাড়া কোয়ার্টার কম্পাউন্ড, স্টাফ, পদ্ম (সি-১), 202 |
6 |
মোঃ এশরাকুল আলম |
মডস জোন ৬, উত্তর বাসাবো, উত্তর বাসাবো কোয়ার্টার কোম্পাউন্ড, স্টাফ, উত্তর বাসাবো ১নং পানির পাম্প কোয়ার্টার, 201 |
7 |
মোঃ মনোয়ার হোসেন |
মডস জোন ৪, দুয়ারীপাড়া, দুয়ারীপাড়া কোয়ার্টার কম্পাউন্ড, স্টাফ, মল্লিকা (সি-৮), 203 |
8 |
মোঃ শহিদুল ইসলাম |
মডস জোন ৪, দুয়ারীপাড়া, দুয়ারীপাড়া কোয়ার্টার কম্পাউন্ড, স্টাফ, হাসনাহেনা (সি-৬), 403 |
9 |
শাহাবুদ্দিন |
মডস জোন ৫, মহাখালী, পিএইচ ল্যাব পানির পাম্প টিনশেড স্টাফ কোয়ার্টার, স্টাফ, পিএইচ ল্যাব পানির পাম্প, 01 |
10 |
মোঃ সাহাব উদ্দিন |
মডস জোন ৩, মোহাম্মদপুর, বাবর রোড টিনশেড কোয়ার্টার কম্পাউন্ড, স্টাফ, বাবর রোড টিনশেড কোয়ার্টার, 16 |
11 |
মোঃ সফিকুল ইসলাম ইন্তাজ |
মডস জোন ৪, পীরেরবাগ, মিরপুর, মিরপুর পীরেরবাগ টিনশেড স্টাফ কোয়ার্টার কম্পাউন্ড, স্টাফ, মিরপুর পীরেরবাগ টিনশেড স্টাফ কোয়ার্টার ।, 106 |
12 |
মোহাম্মদ আলমগীর হোসেন |
মডস জোন ৪, পীরেরবাগ, মিরপুর, মিরপুর পীরেরবাগ টিনশেড স্টাফ কোয়ার্টার কম্পাউন্ড, স্টাফ, মিরপুর পীরেরবাগ টিনশেড স্টাফ কোয়ার্টার ।, 102 |
13 |
মোঃ অহিদুর রহমান |
মডস জোন ৪, দুয়ারীপাড়া, দুয়ারীপাড়া কোয়ার্টার কম্পাউন্ড, স্টাফ, গন্ধরাজ (সি-২), 403 |
14 |
আ ফ ম মাসুমুল হক |
মডস জোন ১, টিপু-সুলতান রোড, টিপু-সুলতান পাম্প কম্পাউন্ড, স্টাফ, টিপু-সুলতান রোড ওয়াসা পাম্প কম্পাউন্ড, 102 |
15 |
শরীফ হোসেন |
মডস জোন ৪, দুয়ারীপাড়া, দুয়ারীপাড়া কোয়ার্টার কম্পাউন্ড, স্টাফ, বেলি (বি-৭), 602 |
16 |
মোঃ শাহিদুল ইসলাম |
মডস জোন ২, চাঁদনী ঘাট, চাঁদনী ঘাট লো-লিফট ১নং টিনশেড ওয়াসা স্টাফ কোয়ার্টার, স্টাফ, চাঁদনী ঘাট লো-লিফট ওয়াসা১নং স্টাফ কোয়ার্টার, 115 |
17 |
মোঃ আশ্রাফ উদ্দিন |
মডস জোন ৪, দুয়ারীপাড়া, দুয়ারীপাড়া কোয়ার্টার কম্পাউন্ড, স্টাফ, হাসনাহেনা (সি-৬), 304 |
18 |
মোঃ আবু ইউসুফ |
মডস জোন ৪, মিরপুর-১, শহীদ বুদ্ধিজীবি স্মৃতিসৌধ স্টাফ কোয়ার্টার কম্পাউন্ড, স্টাফ, শহীদ বুদ্ধিজীবি স্মৃতিসৌধ স্টাফ কোয়ার্টার, 01 |
19 |
মোঃ মোন্তাফিজুর রহমান |
মডস জোন ৯, উত্তরা, উত্তরা ৯/১ পানির পাম্প স্টাফ কোয়ার্টার, স্টাফ, সুগন্ধা, 504 |
20 |
খন্দকার সোহরাব হোসেন |
মডস জোন ৫, মহাখালী, মহাখালী ষ্টীল ট্যাংক স্টাফ কোয়ার্টার কম্পাউন্ড, স্টাফ, মহাখালী ষ্টীল ট্যাংক স্টাফ কোয়ার্টার, 102 |
21 |
মোঃ সাইফুল ইসলাম |
মডস জোন ৪, দুয়ারীপাড়া, দুয়ারীপাড়া কোয়ার্টার কম্পাউন্ড, স্টাফ, হাসনাহেনা (সি-৬), 303 |
22 |
মো: আব্দুর রশিদ |
মডস জোন ৫, মহাখালী, মহাখালী ষ্টীল ট্যাংক স্টাফ কোয়ার্টার কম্পাউন্ড, স্টাফ, মহাখালী ষ্টীল ট্যাংক স্টাফ কোয়ার্টার, 603 |
23 |
মোঃ ফজলুল হক |
মডস জোন ৬, খিলগাঁও, খিলগাঁও ৪নং পানির পাম্প কম্পাউন্ড, স্টাফ, খিলগাঁও ৪নং পানির পাম্প কম্পাউন্ড, 102 |
24 |
মো: সাইফুল ইসলাম |
মডস জোন ৬, রামপুরা টিভি গেট, রামপুরা টিভি রোড টিনশেড স্টাফ কোয়ার্টার, স্টাফ, রামপুরা টিভি রোড স্টাফ কোয়ার্টার, 02 |
25 |
মোঃ শাহীন আলম |
মডস জোন ৪, দুয়ারীপাড়া, দুয়ারীপাড়া কোয়ার্টার কম্পাউন্ড, স্টাফ, রজনীগন্ধা (বি-৪), 601 |
26 |
মোঃ শরীফ হোসেন |
মডস জোন ১, সায়েদাবাদ, সায়েদাবাদ আউট ফল কম্পাউন্ড, স্টাফ, সায়দাবাদ আউট ফল টিনশেড স্টাফ কোয়ার্টার কম্পাউন্ড, 116 |
শর্তসমূহঃ
০১। কোয়ার্টার বরাদ্দপ্রাপ্ত কর্মকর্তা/কর্মচারীর নিজ নামে অথবা তার উপর নির্ভরশীল পরিবারের কোনো পোষ্য/সদস্যের নামে ঢাকা ওয়াসার আওতাধীন এলাকায় ফ্ল্যাট/বাড়ি থাকলে তাৎক্ষণিকভাবে বরাদ্দ আদেশটি বাতিল বলে গণ্য হবে।
০২। কোয়ার্টার বরাদ্দপ্রাপ্ত কর্মকর্তা/কর্মচারী বরাদ্দ আদেশ জারীর ৭ (সাত) দিনের মধ্যে বাসা বুঝে নেয়ার আবেদন করতে হবে।
০৩। বাসা বুঝে নেয়ার তারিখ হতে অথবা বাসা বরাদ্দ আদেশ জারীর অব্যবহিত তৃতীয় মাসের ১ (এক) তারিখ হতে বাধ্যতামূলকভাবে হিসাব বিভাগ বাসা ভাড়া ও আনুষাঙ্গিক অন্যান্য সার্ভিস চার্জ কর্তনের কার্যক্রম গ্রহণ করবে।
০৪। কোয়ার্টারের বরাদ্দ হস্তান্তরযোগ্য নয়। কোয়ার্টার বরাদ্দপ্রাপ্ত কর্মকর্তা/কর্মচারী যদি কোয়ার্টারে নিজে বসবাস না করেন অথবা অন্য কোনো ব্যক্তিকে ভাড়া/সাব-লেট হিসেবে ভাড়া দেন অথবা তা কোন ব্যবসা বা পেশাজনিত কাজে ব্যবহার করেন অথবা তাঁর পরিবারের সদস্য ছাড়া অন্য কোন নিকটাত্মীয়কে বাসায় বসবাসের অনুমতি দেন অথবা কর্তৃপক্ষের অনুমতি ব্যতিত কোয়ার্টারের কোন মূল কাঠামো (অভ্যন্তরীণ ও বহিঃ) পরিবর্তন/সম্প্রসারণ করেন অথবা এইরুপ কোন তথ্য গোপন করে কোয়ার্টারে বসবাস করেন তাহলে কোয়ার্টারের বরাদ্দ আদেশ বাতিল করা হবে এবং তিনি অসদাচারণের দায়ে অভিযুক্ত হবেন।
০৫। কোয়ার্টার বরাদ্দপ্রাপ্ত কর্মকর্তা/কর্মচারী বা তাঁর পরিবারের কোন সদস্য বা তাঁর সাথে বসবাসকারী অন্য কোন ব্যক্তির কার্যকলাপ উপদ্রবের বা সমস্যার সৃষ্টি করে অথবা কম্পাউন্ডের পরিবেশ নষ্ট করে, তাহলে প্রযোজ্য ক্ষেত্রে বরাদ্দ বাতিল অথবা বরাদ্দপ্রাপ্ত কর্মকর্তা/কর্মচারীকে অন্যত্র স্থানান্তর করা হবে।
০৬। কোয়ার্টার বরাদ্দপ্রাপ্ত কর্মকর্তা/কর্মচারী ইতোপূর্বে যদি ঢাকা ওয়াসার অন্য কোনো কোয়ার্টারে অবৈধভাবে বসবাস করে থাকেন অথবা এতদসংক্রান্ত কোনরূপ অনিয়ম করে থাকেন এবং তা প্রমাণিত হলে এই আদেশ তাৎক্ষণিকভাবে বাতিল বলে গণ্য হবে।
০৭। মৃত্যু বা অবসরজনিত কারনে বাসা বরাদ্দের মেয়াদ শেষ হলে কর্তৃপক্ষের অনুমতি ব্যতিরেকে কোয়ার্টারে বসবাস করা যাবে না।
০৮। কর্তৃপক্ষের কাজের স্বার্থে বরাদ্দকৃত কোয়ার্টারের বরাদ্দ বাতিল অথবা পরিবর্তে অন্য কোথাও কোয়ার্টার (যদি খালি অবস্থায় থাকে) বরাদ্দ প্রদান করে স্থানান্তর করা হলে কোনো প্রকার ওজর-আপত্তি উত্থাপন করা যাবে না।
০৯। যে কোন বরাদ্দকৃত কোয়ার্টার কোন কারন দর্শানো ব্যতিরেকে বাতিল করার ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করে।
১০। ঢাকা ওয়াসার কোয়ার্টার বরাদ্দপ্রাপ্ত সকল কর্মকর্তা/কর্মচারী “ঢাকা পানি সরবরাহ ও পয়ঃ নিষ্কাশন কর্তৃপক্ষ বাসা বরাদ্দ (আবাসিক নিবাস) নীতিমালা, ২০২২” এর সকল শর্তাবলী মেনে চলতে বাধ্য থাকবেন।
এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।
|
|
০৩-০২-২০২৫ | |
শহিদুল ইসলাম উপ-সচিব,কমন সার্ভিস বিভাগ ঢাকা ওয়াসা । |
নম্বরঃ ৪৬.০৫.০০০০.২০৩.৩৪.০০৪.২২.১০২৬ |
তারিখঃ ২১ মাঘ ১৪৩১ ০৩-০২-২০২৫ |
অবগতি ও প্রয়োজনীয় (প্রযোজ্য ক্ষেত্রে) ব্যবস্থা গ্রহণের জন্য অনুলিপি প্রেরণ করা হল (জ্যেষ্ঠতার ভিত্তিতে নয়):
০১) উপব্যবস্থাপনা পরিচালক( প্রশাসন ও মানবসম্পদ/অর্থ/ওএন্ডএম/আরপিডি)।
০২) প্রধান প্রকৌশলী, ঢাকা ওয়াসা।
০৩) বাণিজ্যিক ব্যবস্থাপক, ঢাকা ওয়াসা।
০৪) অতিরিক্ত প্রধান প্রকৌশলী, ঢাকা ওয়াসা।
০৫) সচিব, ঢাকা ওয়াসা।
০৬) সিস্টেম এনালিস্ট, এমআইএস এন্ড বিলিং বিভাগ, ঢাকা ওয়াসা।
০৭) প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা, হিসাব বিভাগ, ঢাকা ওয়াসা।
০৮) নির্বাহী প্রকৌশলী, নির্মাণ (সিভিল) বিভাগ, ঢাকা ওয়াসা।
০৯) নির্বাহী প্রকৌশলী, সিভিল রক্ষণাবেক্ষণ বিভাগ, ঢাকা ওয়াসা।
১০) উপ-সচিব, প্রশাসন বিভাগ-১, ঢাকা ওয়াসা।
১১) জনাব ................................................................................................................................................... ঢাকা ওয়াসা
১২) ব্যক্তিগত সহকারী-কাম-কম্পিউটার অপারেটর, ব্যবস্থাপনা পরিচালকের দপ্তর, ঢাকা ওয়াসা।
১৩) রেকর্ড কিপার/পিআইএমএস সেল, প্রশাসন বিভাগ-১, ঢাকা ওয়াসা।
১৪) অফিস কপি।
০৩-০২-২০২৫ উপ-সচিব কমন সার্ভিস ঢাকা ওয়াসা । |