Home


ঢাকা পানি সরবরাহ ও পয়ঃনিস্কাশন কর্তৃপক্ষ

কমন সার্ভিস বিভাগ

ওয়াসা ভবন, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরানবাজার, ঢাকা-১২১৫




নম্বরঃ ৪৬.০৫.০০০০.২০৩.৩৪.০০৫.২০.১০

তারিখঃ      ১২ আষাঢ় ১৪৩১

                 ২৬-০৬-২০২৪

অফিস আদেশ

ঢাকা ওয়াসার নিম্নবর্ণিত কর্মচারীদের আবেদনের ভিত্তিতে তাদের অনুকূলে স্থানান্তর/পরিবর্তনের মাধ্যমে বরাদ্দকৃত কোয়ার্টার এর বরাদ্দ আদেশ বাতিল করে পূর্বে বরাদ্দকৃত কোয়ার্টার এর বরাদ্দ আদেশ বহাল রাখা হলো ।

ক্রমিক
নং
আবেদনকারীর নাম,পদবী ও বিভাগ বরাদ্দ বাতিলকৃত কোয়ার্টার বরাদ্দ বহালকৃত কোয়ার্টার

1

মোঃ বশির, এ পি এল এম, মডস জোন -১

মডস জোন ৭, পাগলা, দনিয়া ১নং পানির পাম্প কম্পাউন্ড, স্টাফ, দনিয়া ১নং টিনশেড স্টাফ কোয়ার্টার, 102

মডস জোন ৭, পাগলা, পাগলা কোয়ার্টার কম্পাউন্ড, স্টাফ, বুলবুল, 301

2

মোঃ জসিম উদ্দিন, পি.ও, মডস জোন-৪

মডস জোন ৬, খিলগাঁও, খিলগাঁও ৪নং পানির পাম্প কম্পাউন্ড, স্টাফ, খিলগাঁও ৪নং পানির পাম্প কম্পাউন্ড, 102

মডস জোন ৪, মিরপুর-৭নং সেকশন, মিরপুর ৭নং সেকশন মিল্কভিটা স্টাফ কোয়ার্টার কম্পাউন্ড, স্টাফ, মধুমতি, 202

এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।

ব্যবস্থাপনা পরিচালকের এর অনুমোদনক্রমে।

 
২৬-০৬-২০২৪
শেখ এনায়েত আব্দুল্লাহ্‌
উপ-সচিব,কমন সার্ভিস বিভাগ
ঢাকা ওয়াসা ।



নম্বরঃ ৪৬.০৫.০০০০.২০৩.৩৪.০০৫.২০.১০

তারিখঃ      ১২ আষাঢ় ১৪৩১

                 ২৬-০৬-২০২৪





সদয় অবগতি ও প্রয়োজনীয় (প্রযোজ্য ক্ষেত্রে) ব্যবস্থা গ্রহণের জন্য অনুলিপি প্রেরণ করা হল (জ্যেষ্ঠতার ভিত্তিতে নয়):

০১) উপ-ব্যবস্থাপনা পরিচালক (মানবসম্পদ ও প্রশাসন), উপ-ব্যবস্থাপনা পরিচালক (মানবসম্পদ ও প্রশাসন), এর দপ্তর. ঢাকা পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষ (ঢাকা ওয়াসা)

০২) উপ-ব্যবস্থাপনা পরিচালক (ফিন্যান্স), উপ-ব্যবস্থাপনা পরিচালক (ফিন্যান্স) এর দপ্তর. ঢাকা পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষ (ঢাকা ওয়াসা)

০৩) উপ-ব্যবস্থাপনা পরিচালক (ওএন্ডএম), উপ-ব্যবস্থাপনা পরিচালক (ওএন্ডএম) এর দপ্তর, ঢাকা পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষ (ঢাকা ওয়াসা)

০৪) উপ-ব্যবস্থাপনা পরিচালক (আরপিএন্ড ডি), উপ-ব্যবস্থাপনা পরিচালক  (আরপিএন্ড ডি) এর দপ্তর, ঢাকা পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষ (ঢাকা ওয়াসা)

০৫) প্রধান প্রকৌশলী, প্রধান প্রকৌশলী (পরিচলন ও রক্ষণাবেক্ষণ), ঢাকা পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষ (ঢাকা ওয়াসা)

০৬) বাণিজ্যিক ব্যবস্থাপক, বাণিজ্যিক ব্যবস্থাপক, ঢাকা পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষ (ঢাকা ওয়াসা)

০৭) অতিরিক্ত প্রধান প্রকৌশলী (চলতি দায়িত্ব), অতিরিক্ত প্রধান প্রকৌশলী (গবেষণা, পরিকল্পনা ও উন্নয়ন), ঢাকা পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষ (ঢাকা ওয়াসা)

০৮) সচিব, সচিবের দপ্তর, ঢাকা পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষ (ঢাকা ওয়াসা)

০৯) প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব), একাউন্টস ডিপার্টমেন্ট, ঢাকা পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষ (ঢাকা ওয়াসা)

১০) সিস্টেম এনলিস্ট (চলতি দায়িত্ব), এমআইএস এন্ড বিলিং বিভাগ, ঢাকা পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষ (ঢাকা ওয়াসা)

১১) নির্বাহী প্রকৌশলী, সিভিল রক্ষণাবেক্ষণ বিভাগ, ঢাকা পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষ (ঢাকা ওয়াসা)

১২) ব্যক্তিগত সহকারী কাম কম্পিউটার অপারেটর, ব্যবস্থাপনা পরিচালকের দপ্তর, ঢাকা পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষ (ঢাকা ওয়াসা)

১৩) অফিস কপি।

 

২৬-০৬-২০২৪
উপ-সচিব
কমন সার্ভিস
ঢাকা ওয়াসা ।