Home


ঢাকা পানি সরবরাহ ও পয়ঃনিস্কাশন কর্তৃপক্ষ

কমন সার্ভিস বিভাগ

ওয়াসা ভবন, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরানবাজার, ঢাকা-১২১৫

শেখ হাসিনার মূলনীতি

গ্রাম শহরের উন্নতি




নম্বরঃ ৪৬.০৫.০০০০.২০৩.৩৪.০০৪.২২.০০৪

তারিখঃ      ১১ মাঘ ১৪২৯

                 ২৪-০১-২০২৩

অফিস আদেশ

ঢাকা ওয়াসার কর্মচারী বাসা বরাদ্দ কমিটির সুপারিশের ভিত্তিতে ব্যবস্থাপনা পরিচালক মহোদয়ের অনুমোদনক্রমে কর্মচারীদের জন্য নির্মিত খালি কোয়ার্টারসমূহ নিম্নবর্ণিত ছক ও শর্ত অনুযায়ী সাময়িকভাবে বরাদ্দ দেয়া হলো।

ক্রমিক নং আবেদনকারীর নাম,পদবী ও বিভাগ বরাদ্দকৃত কোয়ার্টার

1

মোঃ আবুল হো সেন খান
ইলেকট্রিশিয়ান
সি এম বিভাগ
ট্রাকিং নংঃ 2022010210230

মডস জোন ৩, শ্যামলী, শ্যামলী বারাবো স্টাফ কোয়ার্টার কম্পাউন্ড, স্টাফ, শ্যামলী বারাবো, 404

2

মোঃ নুরুল ইসলাম
এ পি ও
মডূস জোন -০৫
ট্রাকিং নংঃ 2022010210235

মডস জোন ৪, শেওড়াপাড়া, শেওড়া পাড়া ওয়াসা স্টাফ কোয়ার্টার কম্পাউন্ড, স্টাফ, শেওড়া পাড়া টিনশেড স্টাফ কোয়ার্টার, 108

3

মোঃ ফজলু মিয়া
এপিএলএম
মডস জোন-7
ট্রাকিং নংঃ 2022010210237

মডস জোন ১, সায়েদাবাদ, সায়েদাবাদ আউট ফল কম্পাউন্ড, স্টাফ, সায়দাবাদ আউট ফল টিনশেড স্টাফ কোয়ার্টার কম্পাউন্ড, 103

4

আরমান হোসেন
এ পি ও
মডস জোন ৭
ট্রাকিং নংঃ 2022010210239

মডস জোন ২, চাঁদনী ঘাট, চাঁদনী ঘাট লো-লিফট ২নং ওয়াসা স্টাফ কোয়ার্টার কম্পাউন্ড, স্টাফ, চাঁদনী ঘাট লো-লিফট ২নং ওয়াসা স্টাফ কোয়ার্টার, 106

5

মোহাম্মদ আলী তালুকদার
এ.পি.ও
মড্স জোন-১
ট্রাকিং নংঃ 2022010210255

মডস জোন ৬, শাহজাহানপুর, শাহজাহানপুর কোয়ার্টার কম্পাউন্ড, স্টাফ, শাহজাহানপুর টিন শেড কোয়ার্টার, 03

6

মোঃ ইসমাইল হোসেন
এপিও
মডস জোন-1
ট্রাকিং নংঃ 2022010210256

মডস জোন ৭, পাগলা, দনিয়া ১নং পানির পাম্প কম্পাউন্ড, স্টাফ, দনিয়া ১নং টিনশেড স্টাফ কোয়ার্টার, 109

7

সাইদুল ইসলাম
সহকারী ফোরম্যান
পরিবহনপুল
ট্রাকিং নংঃ 2022010210257

মডস জোন ৬, নয়াটোলা, নয়াটোলা কম্পাউন্ড, স্টাফ, নয়াটোলা স্টাফ কোয়ার্টার, 101

8

মোঃ মজিবর রহমান
এপিএলএম
মড্স জোন-৬
ট্রাকিং নংঃ 2022010210260

মডস জোন ৬, খিলগাঁও, খিলগাঁও ২নং পাম্প কমপাউন্ড, স্টাফ, খিলগাঁও ২নং পানির পাম্প টিনসেড স্টাফ কোয়র্টার ।, 101

9

মোঃ আমির হোসেন
পিও
মডস জোন-১
ট্রাকিং নংঃ 2022010210265

মডস জোন ৩, মোহাম্মদপুর, বাবর রোড টিনশেড কোয়ার্টার কম্পাউন্ড, স্টাফ, বাবর রোড টিনশেড কোয়ার্টার, 5

10

মোঃ সাইমুন ইসলাম
সার্ভেয়ার
ভূমি বিভাগ, ঢাকা ওয়াসা।
ট্রাকিং নংঃ 2022010210267

মডস জোন ৩, ধানমন্ডি, ধানমন্ডি অফিসার্স কোয়ার্টার কম্পাউন্ড, স্টাফ, প্রত্যাশা, 201

11

হালিমা বেগম
এপিএলএম
মডস জোন-1
ট্রাকিং নংঃ 2022010210278

মডস জোন ৬, রাজার বাগ, ঢাকা ওয়াসা স্টাফ এপার্টমেন্ট রাজার বাগ,এজিবি কলোনী মতিঝিল ঢাকা, স্টাফ, ঢাকা ওয়াসা স্টাফ এপার্টমেন্ট রাজার বাগ, 106

12

মোহাম্মদ জসীম উদ্দিন মজুমদার
এপিও
মডস জোন-7
ট্রাকিং নংঃ 2022010210282

মডস জোন ৬, রাজার বাগ, ঢাকা ওয়াসা স্টাফ এপার্টমেন্ট রাজার বাগ,এজিবি কলোনী মতিঝিল ঢাকা, স্টাফ, ঢাকা ওয়াসা স্টাফ এপার্টমেন্ট রাজার বাগ, 201

13

মোঃ ময়েন উদ্দিন মন্ডল
এপিএলএম
মডস জোন-8
ট্রাকিং নংঃ 2022010210284

মডস জোন ১০, পল্লবী, মিরপুর, মিরপুর পল্লবী ২১নং পানির ট্যাংক ওভার হেড কম্পাউন্ড, স্টাফ, মিরপুর পল্লবী ২১নং পাম্প টিনশেড কম্পাউন্ডস্থ কোয়ার্টার।, 02

14

মোঃ আব্দুর রহিম প্রামানিক
সহকারী ইলেকট্রিশিয়ান
এফ এম বিভাগ-2
ট্রাকিং নংঃ 2022010210288

মডস জোন ৬, রাজার বাগ, ঢাকা ওয়াসা স্টাফ এপার্টমেন্ট রাজার বাগ,এজিবি কলোনী মতিঝিল ঢাকা, স্টাফ, ঢাকা ওয়াসা স্টাফ এপার্টমেন্ট রাজার বাগ, 104

15

মোঃ নিজাম উদ্দিন
পাম্প চালক
মড্‌স জোন-৩
ট্রাকিং নংঃ 2022010210299

মডস জোন ৪, দুয়ারীপাড়া, দুয়ারীপাড়া কোয়ার্টার কম্পাউন্ড, স্টাফ, শাপলা (বি-১), 103

16

মাসুদ আলম
পাম্প অপারেটর
মডস জোন-6
ট্রাকিং নংঃ 2022010210325

মডস জোন ১, সায়েদাবাদ, সায়েদাবাদ পানি শোধনাগার কম্পাউন্ড, স্টাফ, সায়েদাবাদ পানি শোধনাগার কম্পাউন্ড স্টাফ বিল্ডিং, 104

17

মোঃ নাছির উদ্দিন
পি ও
মডূস জোন -০৩
ট্রাকিং নংঃ 2022010210332

মডস জোন ৪, মিরপুর-১, মিরপুর ১নং টিনশেড স্টাফ কোয়ার্টার কম্পাউন্ড, স্টাফ, মিরপুর ১ নং সেকশনের ওভারহেড পানির ট্যাংক কোয়ার্টার, 101

18

মোঃ সৈয়দ আহমেদ
এ.পি.ও
মড্স জোন-৬
ট্রাকিং নংঃ 2022010210333

মডস জোন ১, বনগ্রাম, বনগ্রাম পাম্প কম্পাউন্ড, স্টাফ, বনগ্রাম পাম্প টিনশেড কোয়ার্টার, 04

19

খোকন কুমার নাহা
এ পি ও
মডূস জোন -০৭
ট্রাকিং নংঃ 2022010210341

মডস জোন ১, বনগ্রাম, বনগ্রাম পাম্প কম্পাউন্ড, স্টাফ, বনগ্রাম পাম্প টিনশেড কোয়ার্টার, 02

শর্তসমূহঃ

০১। কোয়ার্টার বরাদ্দপ্রাপ্ত কর্মকর্তা/কর্মচারীর নিজ নামে অথবা তার উপর নির্ভরশীল পরিবারের কোনো পোষ্য/সদস্যের নামে ঢাকা ওয়াসার আওতাধীন এলাকায় ফ্ল্যাট/বাড়ি থাকলে তাৎক্ষণিকভাবে বরাদ্দ আদেশটি বাতিল বলে গণ্য হবে।

০২। কোয়ার্টার বরাদ্দপ্রাপ্ত কর্মকর্তা/কর্মচারী বরাদ্দ আদেশ জারীর ৭ (সাত) দিনের মধ্যে বাসা বুঝে নেয়ার আবেদন করতে হবে।

০৩। বাসা বুঝে নেয়ার তারিখ হতে অথবা বাসা বরাদ্দ আদেশ জারীর অব্যবহিত তৃতীয় মাসের ১ (এক) তারিখ হতে বাধ্যতামূলকভাবে হিসাব বিভাগ বাসা ভাড়া ও আনুষাঙ্গিক অন্যান্য সার্ভিস চার্জ কর্তনের কার্যক্রম গ্রহণ করবে।

০৪। কোয়ার্টারের বরাদ্দ হস্তান্তরযোগ্য নয়। কোয়ার্টার বরাদ্দপ্রাপ্ত কর্মকর্তা/কর্মচারী যদি কোয়ার্টারে নিজে বসবাস না করেন অথবা অন্য কোনো ব্যক্তিকে ভাড়া/সাব-লেট হিসেবে ভাড়া দেন অথবা তা কোন ব্যবসা বা পেশাজনিত কাজে ব্যবহার করেন অথবা তাঁর পরিবারের সদস্য ছাড়া অন্য কোন নিকটাত্মীয়কে বাসায় বসবাসের অনুমতি দেন অথবা কর্তৃপক্ষের অনুমতি ব্যতিত কোয়ার্টারের কোন মূল কাঠামো (অভ্যন্তরীণ ও বহিঃ) পরিবর্তন/সম্প্রসারণ করেন অথবা এইরুপ কোন তথ্য গোপন করে কোয়ার্টারে বসবাস করেন তাহলে কোয়ার্টারের বরাদ্দ আদেশ বাতিল করা হবে এবং তিনি অসদাচারণের দায়ে অভিযুক্ত হবেন।

০৫। কোয়ার্টার বরাদ্দপ্রাপ্ত কর্মকর্তা/কর্মচারী বা তাঁর পরিবারের কোন সদস্য বা তাঁর সাথে বসবাসকারী অন্য কোন ব্যক্তির কার্যকলাপ উপদ্রবের বা সমস্যার সৃষ্টি করে অথবা কম্পাউন্ডের পরিবেশ নষ্ট করে, তাহলে প্রযোজ্য ক্ষেত্রে বরাদ্দ বাতিল অথবা বরাদ্দপ্রাপ্ত কর্মকর্তা/কর্মচারীকে অন্যত্র স্থানান্তর করা হবে।

০৬। কোয়ার্টার বরাদ্দপ্রাপ্ত কর্মকর্তা/কর্মচারী ইতোপূর্বে যদি ঢাকা ওয়াসার অন্য কোনো কোয়ার্টারে অবৈধভাবে বসবাস করে থাকেন অথবা এতদসংক্রান্ত কোনরূপ অনিয়ম করে থাকেন এবং তা প্রমাণিত হলে এই আদেশ তাৎক্ষণিকভাবে বাতিল বলে গণ্য হবে।

০৭। মৃত্যু বা অবসরজনিত কারনে বাসা বরাদ্দের মেয়াদ শেষ হলে কর্তৃপক্ষের অনুমতি ব্যতিরেকে কোয়ার্টারে বসবাস করা যাবে না।

০৮। কর্তৃপক্ষের কাজের স্বার্থে বরাদ্দকৃত কোয়ার্টারের বরাদ্দ বাতিল অথবা পরিবর্তে অন্য কোথাও কোয়ার্টার (যদি খালি অবস্থায় থাকে) বরাদ্দ প্রদান করে স্থানান্তর করা হলে কোনো প্রকার ওজর-আপত্তি উত্থাপন করা যাবে না।

০৯। যে কোন বরাদ্দকৃত কোয়ার্টার কোন কারন দর্শানো ব্যতিরেকে বাতিল করার ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করে।

১০। ঢাকা ওয়াসার কোয়ার্টার বরাদ্দপ্রাপ্ত সকল কর্মকর্তা/কর্মচারী “ঢাকা পানি সরবরাহ ও পয়ঃ নিষ্কাশন কর্তৃপক্ষ বাসা বরাদ্দ (আবাসিক নিবাস) নীতিমালা, ২০২২” এর সকল শর্তাবলী মেনে চলতে বাধ্য থাকবেন।

এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।

 
২৪-০১-২০২৩
শেখ এনায়েত আব্দুল্লাহ্‌
উপ-সচিব,কমন সার্ভিস বিভাগ
ঢাকা ওয়াসা ।



নম্বরঃ ৪৬.০৫.০০০০.২০৩.৩৪.০০৪.২২.০০৪

তারিখঃ      ১১ মাঘ ১৪২৯

                 ২৪-০১-২০২৩





অবগতি ও প্রয়োজনীয় (প্রযোজ্য ক্ষেত্রে) ব্যবস্থা গ্রহণের জন্য অনুলিপি প্রেরণ করা হল (জ্যেষ্ঠতার ভিত্তিতে নয়):

০১) উপব্যবস্থাপনা পরিচালক( প্রশাসন ও মানবসম্পদ/অর্থ/ওএন্ডএম/আরপিডি)।

০২) প্রধান প্রকৌশলী, ঢাকা ওয়াসা।

০৩) বাণিজ্যিক ব্যবস্থাপক, ঢাকা ওয়াসা।

০৪) অতিরিক্ত প্রধান প্রকৌশলী, ঢাকা ওয়াসা।

০৫) সচিব, ঢাকা ওয়াসা।

০৬) সিস্টেম এনালিস্ট, এমআইএস এন্ড বিলিং বিভাগ, ঢাকা ওয়াসা।

০৭) প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা, হিসাব বিভাগ, ঢাকা ওয়াসা।

০৮) নির্বাহী প্রকৌশলী, নির্মাণ (সিভিল) বিভাগ, ঢাকা ওয়াসা।

০৯) নির্বাহী প্রকৌশলী, সিভিল রক্ষণাবেক্ষণ বিভাগ, ঢাকা ওয়াসা।

১০) উপ-সচিব, প্রশাসন বিভাগ-১, ঢাকা ওয়াসা।

১১) জনাব ................................................................................................................................................... ঢাকা ওয়াসা

১২) ব্যক্তিগত সহকারী-কাম-কম্পিউটার অপারেটর, ব্যবস্থাপনা পরিচালকের দপ্তর, ঢাকা ওয়াসা।

১৩) রেকর্ড কিপার/পিআইএমএস সেল, প্রশাসন বিভাগ-১, ঢাকা ওয়াসা।

১৪) অফিস কপি।

 

২৪-০১-২০২৩
উপ-সচিব
কমন সার্ভিস
ঢাকা ওয়াসা ।